খন্দকার ছদরুজ্জামান, জেলা প্রতিনিধি,নড়াইল:
নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মেডিকেল কলেজে সুযোগ পাওয়া ছয় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকাল ১১ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেডিকেল কলেজে সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীরা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থী শেখ মোঃ আমির হামজা, মোঃ আল মুবিন মোল্যা, ইসরাত জাহান বন্না, দিনাজপুর মেডিকেল কলেজে সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থী সুমাইয়া ইসলাম, জয়াশ্রী বিশ্বাস ও পাবনা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থী শান্তা বিশ্বাস। এরা সকলেই লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এতে সভাপতিত্ব করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, ললিত মোহন মন্ডল, আব্দুস সালাম, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় শেখ মোঃ আমির হামজা বলেন, আমি অনেক খুশি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। শান্তা বিশ্বাস বলেন, চিকিৎসা একটা মহান পেশা। আমি যেন এই মহান পেশায় থেকে মানুষের সেবা করতে পারি। সবাই দোয়া করবেন।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.