মোঃ কামাল হোসেন প্রধান, নরসিংদী
অদ্য ৩/২/২৪ ইং শনিবার নরসিংদী সদর উপজেলা চিনিশপুর ইউনিয়ন এর সংগীতা মোল্লা বাড়ির মহল্লার অটোরিকশা চালক মো.ছোবান মিয়ার পুত্র মো.সুমন মিয়া, চিকিৎসাধীন অবস্থায় নিহত হন । ঘটনার বিবরণে জানা যায় সুমন মিয়া ওরফে কালা সুমন (৩২) কে গতকাল ২/২/২৪ইং শুক্রবার রাত আনুমানিক দশটার দিকে একটি সঙ্ঘবদ্ধ দলের দুর্বৃত্তরা সুমন কে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ফেলে চলে যায়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সুমনের অবস্থা আশঙ্কা জনক দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সুমন কে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে কারনে পথের কালা সুমন মৃত্যু বরণ করে বলে জানা যায়। অদ্য শনিবার সকাল ৮ ঘটিকায় নরসিংদী জেলার পলাশ থানা জিনারদি রেলটেশনের পাশে পড়ে থাকতে দেখা যায় অজ্ঞাত্ব ব্যক্তির মরদেহ। সকাল 8 ঘটিকায় সময় আনসার ও বিজিবি সদস্যরা দেখে দিনমজুর সুমন সাহাকে চিনতে পেরে পলাশ থানা পুলিশকে অবগত করিলে , পরবর্তীতে জানা যায় জিনিয়ারদী ইউনিয়ন রাবান গ্রাম এলাকার নেপাল সাহার ছেলে সুমন সাহা বরাবো আশ্রয় প্রকল্পের বাসিন্দা ছিল। পুলিশ ধারণা করছেন, শনিবার ভোরে বাসা থেকে বের হয়ে কাজের সন্ধানে জিনারদি রেল স্টেশনে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা মাল বাহির ট্রেনের ইঞ্জিন সকাল সাতটার দিকে বরাবর এলাকা পার হচ্ছিল এ সময় ঘন কুয়াশা ছিল সুমন সাহা মোবাইলে কথা বলে আসার সময় ইঞ্জিলে থাকা ধাক্কা লেগে ছিটকে পড়ে সুমন সাহা নিয়ত হয়।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.