প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধি।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ০১ নং সদর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজাহার উপলক্ষে (ভিজিএফ) কর্মসূচির আওতায় গরীব, দুঃখী ও হত দরিদ্রদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি চাল বিতরণ করা হয়। এইসময় চাল বিতরণে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের ০২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব ফয়েজ আহমেদ। উপস্থিত ছিলেন রনজিত বড়ুয়া সহ প্রমুখ। চাল বিতরণ কেন্দ্রে জানা যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ০১ নং পরিষদের আওতায় ০৯ টি ওয়ার্ড থাকলেও তার মধ্যে ০১নং ও ০২ নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদের কাছের এলাকা হওয়ায় এই দুইটি ওয়ার্ডের লোকজনকে সদর ০১ নং ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করেন। আর বাকি ০৭ টি ওয়ার্ড সদরের থেকে দূরবর্তী হওয়ায় ০৭টি ওয়ার্ডের ০৭ জন ইউপি সদস্যদের মাধ্যমে চাল পৌঁছে দেওয়া হয়।আর অন্য দিকে উপহারের চাল নেওয়ার জন্য আসা সাধারণ জনগণের কাছ থেকে থেকে জানা যায়, এই পবিত্র ঈদুল আজাহার সময় সকল মুসলমানদের একটা বড় ধরনের অর্থের সংকটে পরতে হয়।যা গরীব, অসহায় ও হতদরিদ্রদের সব কিছু পূরণ করা অসম্ভব। তাই এই ঈদুল আজাহার পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০ কেজি চাল উপহার পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।