নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পারিবারিক কলহের জোরে ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর অন্ডকোষ কাটার অভিযোগ উঠেছে স্ত্রী বিরুদ্ধে। সোমবার (১০ জুন) আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে সদর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের কম্বনিয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে। জানা যায়, ওই এলাকার আবুল ফজলের ছেলে জয়নাল আবেদীন (৩০) রাতে ঘুমের মধ্যে স্ত্রী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দোছড়ি এলাকার আবুল কালামের কন্যা রেশমা আক্তার (২৩) স্বামীর অন্ডকোষ ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করে জখম করে। জয়নাল আবেদীনের শোর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে জয়নাল আবেদীন চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘাতক স্ত্রী রেশমা আক্তার’কে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি’র চেয়ারম্যান কার্যালয়ে গ্রাম পুলিশের হেফাজতে নিয়ে পরে থানা পুলিশকে সোপর্দ করে। নাইক্ষ্যংছড়ি সদর ইউপি’র চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহে ঝগড়া চলছিল কয়েকদিন ধরে। এর জেরে ঘুমন্ত স্বামীকে স্ত্রী ব্লেড দিয়ে অন্ডকোষ কাটার চেষ্টা করেছে। তবে নিচের অংশ অনেকটা কেটে গেছে। আহত’কে হাসপাতালে ভর্তি করেছে। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান বলেছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।