প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেভিওয়েট প্রার্থী যুবনেত্রী সাংবাদিক সানজিদা আক্তার রুনা। তিনি সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন।
তিনি ২০১০ সালে স্থানীয় পত্রিকা 'দৈনিক সমুদ্র কণ্ঠ' এর মাধ্যমে সাংবাদিকতার জীবন শুরু করেন,একই বছর জাতীয় 'দৈনিক আমাদের অর্থনীতি' পত্রিকায় কাজ শুরু করেন। এরপর ২০১৩ সালে নিজের ঐকান্তিক প্রচেষ্টায় 'সাপ্তাহিক পার্বত্যবাণী' পত্রিকা প্রকাশ করেন,যার রেজি নং বি/বান-১৭১। এই পত্রিকার তিনি প্রকাশক ও সম্পাদক ছিলেন। এরপর যোগ দেন দেশের বিভিন্ন স্বনামধন্য পত্রিকায়। বর্তমানে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার ও ইংরেজি দৈনিক Country Today,স্থানীয় দৈনিক চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক নতুন বাংলাদেশ ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক হিমছড়ি পত্রিকায় সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। এছাড়াও চট্টগ্রাম ২৪ ও নিউজ বাংলাদেশ প্রতিদিন'র মত অনলাইন পোর্টালে কাজ করে যাচ্ছেন। আবার নিজেরও 'SAR NEWS' নামে মনিটাইজ হওয়া ফেইসবুক পেইজ আছে। তিনি নিউজের সন্ধানে নাইক্ষ্যংছড়ি উপজেলার পাঁচ ইউনিয়নে জনগণের কাছে সুনাম অর্জন করেছেন। এমনকি চাকঢালা ও ঘুমধুম সীমান্তের নিউজ করতে গিয়ে মানুষের কাছে আরও জনপ্রিয়তা পেয়েছেন সাংবাদিক সানজিদা আকতার রুনা।সাংবাদিকতার পাশা-পাশি তিনি সমাজ সেবায়ও কাজ করে যাচ্ছেন। গরিব,বিধবা,স্বামী পরিত্যক্তা মহিলাদের নিয়ে গড়ে তুলেছেন 'NCWO' বা 'নাইক্ষ্যংছড়ি নারী সংস্থা'। তিনি সমাজ সেবা ও নারী উদ্যোক্তা হিসেবে বান্দরবান জেলা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় শ্রেষ্ঠ জয়ীতা নির্বাচিত হয় এবং জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক নির্বাহী অফিসার রোমেন শর্মার হাত থেকে জয়ীতা পদক গ্রহণ করেন।
তিনি নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, হাজী এম এ কালাম সরকারি কলেজ থেকে এইচএসসি ও বিএসএস পাস করেন। বর্তমানে কক্সবাজার সিটি কলেজে অনিয়মিত ব্যাচে মাস্টার্সে অধ্যয়নরত।
তিনি নাইক্ষ্যংছড়িতে এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম ছানাউল্লাহ মাতবর ছিলেন নাইক্ষ্যংছড়ি আওয়ামীলীগের প্রতিষ্ঠাতাদের একজন। সে সময় তাঁর হাত ধরে নাইক্ষ্যংছড়ি আওয়ামীলীগ সুসংগঠিত হয়। তিনি অনেক বছর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন। তাঁর দ্বিতীয় কন্যা সানজিদা আকতার রুনা। তিনিও বাবার মত ছাত্র জীবন থেকে ছাত্রলীগ,যুবলীগ,মহিলা আওয়ামীলীগের নানান দায়িত্ব পালন করেছেন। বর্তমানে নাইক্ষ্যংছড়ি উপজেলা যুব মহিলা লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি দুই কন্যা ও এক পুত্রের জননী। তাঁর স্বামী সরকারি মাতামুহুরী কলেজ,লামার বাংলা বিভাগের অধ্যাপক আকতার কামাল। জানা যায়,তিনি মরহুম মাওলানা ক্বারী কলিমুল্লাহ হুজুরের ভাইঝি এবং নাইক্ষ্যংছড়ি আলমারকাজুল দারুচ্ছুন্নাহ এতিমখানা ও বালিকা মাদ্রাসার বর্তমান পরিচালক হাফেজ মাওলানা জালাল ফারুকীর চাচাত বোন। জানা যায়,সানজিদা আকতার রুনার নানার বাড়ি সদর ইউনিয়নের চাকঢালার খলিলুর রহমান সিকদারের বাড়ি। নাইক্ষ্যংছড়ির পাঁচ ইউনিয়নে তাঁর অনেক আত্মীয়-স্বজন বসবাস করেন।তার নির্বাচনী এলাকায় হাট-বাজার,পথে-প্রান্তরে ও পাড়া-মহল্লায় বিরামহীন নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা আক্তার রুনা আশাবাদী তিনি এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন। সাধারণ মানুষের মাঝে তিনি ব্যাপক আলোচনায় রয়েছেন। সাধারণ জনগণ এবার তরুণ,সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করবে বলে জানা যায়।মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী সানজিদা আক্তার রুনা বলেন,যদি তিনি জয়ী হন-তাহলে আধুনিক নাইক্ষ্যংছড়ি গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাবেন। তিনি আরও জানান ,তিনি দীর্ঘদিন যাবত রাজনীতি ও সাংবাদিকতার সঙ্গে জড়িত আছেন। তিনি আশাবাদী জনগণ ওনাকে ভোট দিবেন এবং তিনি বিজয়ী হবেন।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.