দীনেশ চন্দ্র রায়, খুলনা জেলা প্রতিনিধি :
পাইকগাছায় চলন্ত গাড়ী থেকে অজ্ঞান পার্টির সদস্যরা ইউসুফ সানা (৬০) নামে এক তরমুজ বিক্রেতার পকেট থেকে ১লাখ ১২ হাজার টাকা নিয়ে পালিয়েছেন। ইউসুফ সানা কয়রার চৌকুনী গ্রামের বাসিন্দা। তিনি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার বারান্দায় চিকিৎসাধীন আছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর ছেলে বায়োজিদ জানান, বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা থেকে আমরা দু'জনে তরমুজ বিক্রয়ের ১লাখ ১২ হাজার টাকা নিয়ে ডুমুরিয়ার ১৮ মাইলে নামি। গাড়ী পরিবর্তন করে খুলনা-পাইকগাছা গামী যাত্রিবাহি বাসে উঠে আমি পিছনের সিটে ও আব্বা সামনের সিটে বসেন। এ সময় ভদ্রবেশী অজ্ঞান পার্টির সদস্যরা আব্বার সিটের পাশে বসেন। তারা কথা বার্তার এক পর্যায়ে পরস্পরর পান-সুপারী লেনদেন করেন। এরই মধ্যে ইউসুফ সানা জ্ঞান হারালে অজ্ঞান পার্টির সদস্যরা সব টাকা নিয়ে কপিলমুনির মোড়ে এসে তারা দ্রুত নেমে পড়ে দৌড় দেয়। মুহুর্তেই টের পেয়ে গাড়ি থেকে নেমে তাদের ধরার চেষ্টা করে ব্যর্থ হই। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে আহতের চিকিৎসার খোজ খবর নিয়েছেন। ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.