দীনেশ চন্দ্র রায় পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি :
পাইকগাছায় একই রাতে দু’টি চিংড়ি ঘেরের বাসায় অগ্নিসংযোগের ঘটনায় মোটরসাইকেলসহ সহায়-সম্পদ পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা লস্কর ইউপির খড়িয়া খালপাড়ে এ্যাডভোকেট ইদ্রিসুর রহমান মন্টু ও একই গ্রামের কালাম সানার ছেলে ঘের মালিক আশরাফুল সানার ঘেরের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঐ রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কি কারণে অগ্নিসংযোগের ঘটনা শত্রুতা মুলক বা এর পিছনে কেউ জড়িত কিনা এ সম্পর্কে ঘেরমালিকরা স্ফস্ট করে কিছু বলতে পারেনি। এ্যাডঃ ইদ্রিসুর রহমান মন্টু জানান, আমার বাড়ি সংলগ্ন প্রায় ১শত বিঘা জমি ডিড নিয়ে স্থানীয় বিজন মন্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডল দীর্ঘদিন ধরে মৎস্য চাষ করে আসছে। কিন্তু মধ্যরাতে মোবাইলে শুনি বাড়ি সংলগ্ন টিনের ছাউনির ঘেরের মেইন বাসা আগুনে পুড়ে মোটরসাইকেল সহ সবকিছু পুড়ে ছাই হয়েগেছে। ঘের মালিক বিশ্বজিৎ জানান, মঙ্গলবার পর্যন্ত জল শুকিয়ে ঘেরের সব মাছ ধরে নেওয়া হয়েছে। তাই মেইন বাসায় আমার টিভিএস বাইকটি রেখে রাত্রে বাড়িতে ছিলাম। রাত ১২ টার দিকে কে বা কারা বাসায় অগ্নিসংযোগ করেন। এতে মোটরসাইকেল, আসবাস পত্র, খাট, বাস্কসহ সবকিছু পুড়ে ছাই হযে গেছে। তিনি আরোও বলেন,স্থানীয়দের সহায়তার কারনে অল্পের জন্যে গোয়ালের গরুগুলো রক্ষা পেয়েছে। এদিকে খালপাড়ের বাসিন্দা ঘের মালিক আশরাফুল সানা জানান, একই দিন সন্ধায় আমার নিজস্ব ২৩ বিঘার চিংড়ি ঘেরের মেইন বাসায় কে বা কারা অগ্নিসংযোগ করেন। এতে বাক্স নেটজাল, আটন,কাপড়-চোপড়সহ সবকিছু পুড়ে ভস্মীভূত হয়েগেছে। ওসি মোঃ ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে রাত্রে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তিনি তদন্ত করে অগ্নিসংযোগের পিছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।