দীনেশ চন্দ্র রায় খুলনা জেলা প্রতিনিধি :
পাইকগাছায় ক্রয়কৃত সম্পত্তি উদ্ধারে আদালতে মামলা। প্রতিপক্ষরা কৌশলে ভোগদখলের চেষ্টায় পাল্টা মামলা করেছে। ভুক্তভোগি লিটন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা যায়,উপজেলার কাটাবুনিয়া মৌজার বিআরএস-৯২ খতিয়ানে ৪১৭ দাগ হতে ০.১৪২৬ শতাংশ জমি জনৈক মফিদুল ইসলামের নিকট থেকে খরিদ করে ভোগদখলে আছেন। ভোগদখলে থাকা কালে বিক্রেতা মফিদুল ইসলামের ভাই বাহারুল,রমজান ও ফিরোজ গংরা গত ১২মার্চ দখল চেষ্টা করলে লিটন গাজী বাদী হয়ে বাহারুল গংদের নামে পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গত ১৩মার্চ একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পাইকগাছা থানার ওসি কে নির্দেশ দেন। বিষয়টি বাদীর আইনজীবি সুকল্যান সানা নিশ্চিত করেন। এ খবর বাহারুল গংরা জানতে পেরে শনিবার সকালে লিটন গাজীকে উচ্ছেদের চেষ্টা করে। এ নিয়ে এলাকায় উত্তপ্ত সৃষ্টি হয়। পাইকগাছা থানার এএসআই শেখ মোস্তাক আহমেদ জানান,আদালতের নির্দেশনা উভয় পক্ষ কে নোটিশ দিয়ে শান্তি শৃঙ্খলা বজার রাখতে বলা হয়েছে। প্রতিপক্ষ রমজান জানান, তারাও লিটন গাজীদের নামে পাল্টা মামলা করেছে। ভুক্তভোগি লিটন গাজী জানান, আমার পিতা নুর আলাম গত ২৭/২/২৪ তারিখ হতে ৭/৩/২৪ তারিখ পর্যন্ত খুলনা খাদিজা নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন ছিল। কিন্তু প্রতিপক্ষ বাহারুল ১/৩/২৪তারিখ ঘটনা দেখিয়ে আমার পিতা নুর আলাম কে ১নং বিবাদী করে পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মামলা করেছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.