দীনেশ চন্দ্র রায় খুলনা জেলা প্রতিনিধি :
পাইকগাছায় চিংড়ি ঘেরের বিরোধপূর্ন জমি দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নাছির সানা(৫০) নামে এক ঘের কর্মচারী পিটিয়ে আহত করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার লতা ইউপি'র হানি বাজারে এ মারপিটের ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে লতার পুটিমারীর মৃতঃ বিলাত সানার ছেলে। অভিযোগ উঠেছে,সকালে প্রতিপক্ষ মীর হানিফের ছেলে মীর রুবেল পক্ষরা এ চিংড়ি ঘেরটি দখল চেষ্টা করলে বাইনচাপড়ার মৃতঃ আঃ মালেক গাজীর ছেলে ঘের মালিক নূরুল ইসলাম গাজী পক্ষ বাঁধা দিলে দু'পক্ষই মুখোমুখি অবস্থান নেয়। পরে পুলিশের হস্তক্ষেপ পরিস্থিতি শান্ত হয়। ঘের মালিক নূরুল ইসলাম জানান, আমি নিজস্ব ও সরকারী ভিপি ডিসিআরভুক্ত মোট ২০ বিঘা সম্পত্তিতে দীর্ঘদিন মৎস্য চাষ করে আসছি। যা ২০২৩ সাল পর্যন্ত ডিসিআর নবায়ন করা আছে। এ সম্পতি নিয়ে সর্বোচ্চ আদালতে মামলা চলমান আছে। অন্যদিকে ডিসিআর প্রক্রিয়া চলমান রয়েছে। জানাগেছে,এ সম্পত্তি নিয়ে প্রতিপক্ষ মীর রুবেল পক্ষ সর্বশেষ খুলনা-৬ আসনের সংসদ সদস্যের কাছে অভিযোগ করলে তিনি লতা ইউপি চেয়ারম্যানের কাছে তদন্ত করতে নির্দেশ দেন। ইতোমধ্যে বাস্তবতা তুলে ধরে লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস তদন্ত প্রতিবেদন দিয়েছেন। ঘের কর্মচারী নাছির জানান,সকালে ওরা ঘের দখল করতে গিয়ে ব্যর্থ হয়। তিনি অভিযোগ করেন বিকেলে আমি বাজার করতে গেলে হঠাৎ করে রফিকুল হাওলাদার,মীর তুহিন,হানিফ ও মোতাহার হাওলাদারসহ ৫/৬ জন লাঠিসোটা নিয়ে হামলা করে আমার মুখ-ঠোট ও দুপায়ে পিটিয়ে আহত করে পকেটের সব টাকা কেড়ে নেয়। ইন্সপেক্টর( তদন্ত) তুষার কান্তি দাশ বলেন,আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে। তিনি আরোও বলেন এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.