দীনেশ চন্দ্র রায় খুলনা জেলা প্রতিনিধি:
পাইকগাছায় হত দরিদ্র কৃষকের রাতের আঁধারে দুর্বৃত্তরা এক বিঘা সবজি বাগান কেটে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। ক্ষতিগ্রস্ত কৃষক পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী করেছে। ঘটনাটি শনিবার রাতে উপজেলার উত্তর কুমখালী গ্রামে। সরেজমিনে দেখাগেছে, উপজেলার উত্তর কুমখালী গ্রামের নিরাপদ মন্ডলের ছেলে সুকেশ কুমার মন্ডল ধার দেনা করে এক বিঘা জমিতে করোলা উচ্ছে, মিষ্টকুমড়া, ও খিরাই চাষ করে। সবে মাত্র সবজি ক্ষেতে ফলন আসা শুরু করেছে। একবার ১০ মন সবজি করোলা ইচ্ছে উঠানো হয়েছে। সোমবার ছিলো সবজি উঠানোর দিন। কৃষক সুকেশ মন্ডল জানান আমার একটি চা দোকান রয়েছে। দোকান থেকে ফিরে রাত সাড়ে দশটার দিকে সবজি ক্ষেতে গিয়ে ছিলাম। সেখান থেকে ফিরে বাড়ি ঘুমিয়ে পড়ি। সকাল ৫ টার দিকে আমার পার্শবর্তি সবজি ক্ষেতের মালিক সজ্ঞয় ও উজ্জ্বল জানায় আমার সবজি ক্ষেত কে বা কারা কেটে সাবাড় করে দিয়ে গেছে। তাৎক্ষনিক আমার মা কে নিয়ে ক্ষেতে যাই। দেখি সব করোলা উচ্ছে, মিষ্টি কুমড়া ও খিরাই গাছ কেটে দলা পাকিয়ে রেখে গেছে। তাতে আমার প্রায় দুই লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে। আমি স্থানীয় পুলিশ ফাঁড়িকে জানালে বাইনবাড়িয়া পুলিশ ফাড়ির উপ-পুলিশ পরিদর্শক আহাদ আহম্মেদ ঘটনা স্থল পরিদর্শন করে। এ ঘটনায় সোমবার সকালে থানায় সাধারণ ডায়েরী হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, সবজি ক্ষেত ক্ষতিসাধনের বিষয় তদন্ত চলছে।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.