দীনেশ চন্দ্র রায়, খুলনা জেলা প্রতিনিধি :
পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে শাহিন গাজী (৩২)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকার বাক এলাকার আমিরুল গাজীর পুত্র। ঘটনাটি বৃহস্পতিবার সকাল ১০টায়। পুলিশ মরদেহ টি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশেই পরিবারের কাছে দিয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ইমরান হোসেন জানান,বৃহস্পতিবার সকালে বাঁকার বাক এলাকার আমিরুল গাজীর ছেলে শাহিন গাজী ৩টি শিরিষ গাছ চুক্তিতে কাটছিলেন। এ সময় ১টি ডাল বিদ্যুতের মিটারের তারের উপর পড়ে তারটি ছিড়ে যায়। ঐ তার উঁচু করে বেঁধে দেয়ার সময় তার গায়ে লাগে। তাৎক্ষণিক সে বিদ্যুৎ স্পৃষ্টে মাটিতে লুটিয়ে পড়ে। ঐ সময় তার সাথে থাকা লোকজন স্হানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্হলে গিয়েছিলাম। পরে মরদেহের সুরতহাল শেষে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াছির আরেফীন এর নির্দেশে মরদেহটি তার পরিবারের কাছে দেয়া হয়েছে।