বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
পাইকগাছায় নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জুম্মার নামাজ আদায় করতে আসেন উপজেলার বিভিন্ন এলাকার শত শত মুসল্লি। নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের পর শুক্রবার প্রথম জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায় করতে মুসল্লির ঢল নামে। দৃষ্টিনন্দন এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নামাজ আদায় শেষে অনেক মুসল্লিরা বর্তমান সরকারের এ উদ্যোগকে ধন্যবাদ জানান মুসল্লিরা। শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নামাজ আদায় করতে মসজিদটিতে উপস্থিত হতে থাকেন মুসল্লিরা। দেখতে দেখতে মসজিদের পুরো অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দ্বিতীয় তলায় শত শত মুসল্লি একসঙ্গে জুম্মার নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন পাইকগাছা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আশরাফুল ইসলাম। জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পাইকগাছা কোর্ট জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা শামসুদ্দিন। খুতবার আগে নবনির্মিত এ মডেল মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। উল্লেখ্য গত বৃহস্পতিবার জোহরের নামাজ আদায়ের মাধ্যমে পাইকগাছা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন সহ মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়।