পাইকগাছার চাঁদখালী ইউনিয়নে শত বছরের পুরনো সার্বজনীন পূজা মন্দিরের জমি দখল এবং গাছ পালা কাটার ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, চাঁদখালী বাজারে অবস্থিত এই মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি ঐতিহ্যবাহী স্থান। এখানে দীর্ঘ শত বছর ধরে পূজা অর্চনা হয়ে আসছে।
গত ২৬ সেপ্টেম্বর শাহাজান সরদারের দুই ছেলে সোহেল সরদার (৪৫), শাহিন সরদার (৪২) এবং জাকির হোসেন (৪২) মন্দিরের জমি দখল করে ইট-বালি দিয়ে ভরাট করেন এবং পূর্বে মন্দিরের গাছ পালা কেটে নিয়েছিলেন। মন্দির কমিটির সভাপতি হারান চন্দ্র অধিকারী বাঁধা দিলে প্রতিপক্ষরা তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেয়।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোন সমাধান হয়নি। হারান চন্দ্র অধিকারী বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আরও জানান, ২৬ বছর আগে প্রতিপক্ষদের সঙ্গে জমি নিয়ে একটি আপোষ মীমাংসা হয়েছিল। কিন্তু বর্তমানে তারা সেই চুক্তি অমান্য করে মন্দিরের গাছপালা কাটছে।
অন্যদিকে, অভিযুক্ত সোহেল সরদার দাবি করেন, তারা মন্দিরের জায়গার গাছপালা কাটেননি এবং দোকানের সামনে বালি ভরাট করে কাঁচামাল বিক্রির জন্য পরিবেশ তৈরি করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, "অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.