দীনেশ চন্দ্র রায় খুলনা জেলা প্রতিনিধি।।
পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা দখল নিয়ে ভাড়ায় চালিত মোটর সাইকেল শ্রমিকদের সাথে বাজার কমিটির সভাপতি /সম্পাদক মুখোমুখি অবস্হানে রয়েছে। এ নিয়ে মোটর শ্রমিকের সহ-সভাপতি কে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ঘটনাটি উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাখালি বাজারে। অভিযোগ ও স্হানীয় সুত্রে জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাখালি বাজারে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গায় রয়েছে। একটি পক্ষের দাবি মোটর সাইকেলগুলো রাস্তার পরে থাকার কারনে যানজট সৃষ্টি ও দুর্ঘটনা ঘটে থাকে। সে কারনে তারা মোটর সাইকেলগুলো পানি উন্নয়ন বোর্ডের ওই জায়গায় এক স্ট্যান্ডের দাবি তোলেন। স্হানীয় ইউপি চেয়ারম্যান তাদের দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের ওই জায়গা ব্যবহারের জন্য বলেন। এদিকে বাজার কমিটির সভাপতি / সম্পাদক ওই জায়গাটি কাটাখালি একতা যুব সংঘের যাতায়াতের রাস্তা বলে দাবি করেন। এ নিয়ে গত ৭মে বাজার কমিটির সাধারন সম্পাদক কামরুল ইসলাম গাজী ও তার ছেলে রাজা গাজী ভাড়ায় চালিত মোটর সাইকেল শ্রমিকের সহ-সভাপতি শেখ বজলুর রহমান কে মারপিট করে আহত করে। স্হানীয়রা আহত অবস্হায় বজলু কে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।পরে এ ঘটনায় সু-বিচার পেতে কামরুল গাজী ও তার ছেলে রাজা গাজীর বিরুদ্ধে পাইকগাছা থানায় অভিযোগ করেছে ভুক্তভোগি বজলুর রহমান। এ বিষয়ে বাজার কমিটির সাধারন সম্পাদক কামরুল ইসলাম গাজী বলেন,জমি সংক্রান্ত বিরোধে তাকে মারা হয়নি। সে বাজারে এসে আমাদের কে অকথ্য ভাষায় গালিগালাজ করার তার সাথে ধাক্কা ধাক্কি হয়। এ বিষয়ে চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস বলেন,কাটাখালি বাজারে যানজট এড়াতে ভাড়ায় চালিত মোটর সাইকেল শ্রমিকদের দাবির প্রেক্ষিতে তাদের মোটর সাইকেল রাখার জন্য অস্হায়ী ভাবে ওই জায়গা দেখিয়ে দেয়া হয়। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।