দীনেশ চন্দ্র রায়, খুলনা জেলা প্রকিনিধি:
পাইকগাছায় সোলাদানা ইউনিয়নের বিনা ভোটের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ও লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনকে অপসরণ করার দাবিতে পৃথক স্থানে মানব বন্ধন হয়েছে। বৃহষ্পতিবার দুপুর ১ টায় সোলাদানা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মানুষ উপজেলা পরিষদের সামনে ও সকাল ১১ টায় লস্কর ইউনিয়ের সামনে ইউনিয়ন বাসি মানববন্ধন করে। উপজেলা পরিষদের সানে সোলাদানা ইউনিয়নের বাসিন্দা খগেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কিশোর কুমার মন্ডল, অশোক কুমার মন্ডল, রমেশ মন্ডল, চৈতন্য ঢালি, প্রশান্ত মন্ডল, রিক্তা, পূর্ণিমা শৈলেন্দ্র, খগেন, কাত্তিক চন্দ্র মন্ডল, হরিচাঁদ মন্ডল, রঞ্জন সরকার, দীনবন্ধু সরকার, কৃষ্ণপদ মন্ডল, বিজয় সুফল, রথিন মন্ডল সুকুমার মন্ডল, নির্মল চন্দ্র, দেবতী মন্ডল, শেফালী মন্ডল, ঈতিশা সরকার, সুচিত্রা মন্ডল, প্রিয়া রায়, শংকরী সরকার, রবিন বাশার প্রমূখ। অপার দিকে লস্কর ইউনিয়নে হোসাইন জমাদারের সভাপতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, লস্কার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান করিম গাইন, হোসাইন জমাদ্দার, হযরত জমাদ্দার, মাজেদ মোড়ল, আজিজুল সানা, ইলিয়াস সানা, কামরুল সানা, হবি মোল্লা, মামুন জোয়াদ্দার, হোসাইন সানা মামুন সানা, নেপুর জমাদ্দার প্রমুখ।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.