দীনেশ চন্দ্র রায়, খুলনা জেলা প্রতিনিধ :
গতকাল পাইকগাছা থানাধীন কপিলমুনি বাজার থেকে কয়রা টু খুলনাগামী যাত্রীবাহী বাসের মধ্য হতে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার অন্তর্গত শ্রীপুর গ্রামের মোঃ ইসরাফিল হোসেন (৩৪) কে পাশের সিটে যাত্রীবেশে বসে থাকা অজ্ঞান পার্টির হোতা সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার অন্তর্গত গণেশপুর গ্রামের মোঃ সবুজ সরদার (৪১) বিস্কুটের মধ্যে চেতনানাশক ঔষধ প্রয়োগ পূর্বক সেই বিস্কুট খাওয়াইয়া অচেতন করে তার প্যান্টের পকেটে থাকা ১,৪৫,০০০/- টাকা চুরি করে নেয়। অতঃপর ভিকটিমের সাথের লোকজনের সহায়তায় কপিলমুনি ফাঁড়ির পুলিশের অভিযানে উক্ত আসামীকে আটক করে তার নিকট থেকে উক্ত চোরাই ১,৪৫,০০০/- টাকা উদ্ধার করা হয়। ভিকটিম ইসরাফিল তার চাচাতো ভাই ও ভাতিজাকে নিয়ে ডুমুরিয়া থানাধীন চুকনগর বাজার হতে মোটরসাইকেল কেনার জন্য যাচ্ছিল। অপরদিকে গ্রেফতার কৃত আসামী মোঃ সবুজ সরদার (৪১) সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন খলিশখালি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তার বিরুদ্ধে ইতিপূর্বেও অজ্ঞান করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ০৪ টি মামলা সহ মোট ০৫ টি মামলা আছে।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.