দীনেশ চন্দ্র রায় খুলনা জেলা প্রতিনিধি :
পাইকগাছার পৌরসভায় জমি দখল সংক্রান্ত বিষয় নিয়ে বাসা বাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি পৌরসভার শিববাটি ব্রীজ রোডে। এ ঘটনায় উভয় পক্ষকে স্ব স্ব কাগজ পত্র নিয়ে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। উপজেলার গদাইপুর গ্রামের কাজী হেদায়েত নিজ সম্পত্তি দাবী করে সোববার ভোর রাতে বহিরাগত লোকজন নিয়ে সরল গ্রামের আব্দুল মজিদ বয়াতি ও নাসির গোল্দার গংদের দখলীয় জমিতে হামলা চালায়।এ সময় হেদায়েতের সাথে থাকা লোকজন মজিদ গংদের বাসাবাড়ি ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। মজিদ গংরা সংবাদ পেয়ে প্রতিরোধ করলে হেদায়েতের লোকজন পালিয়ে যায়। তখন মজিদ গংরা হেদায়েতকে আটক রাখে। সংবাদ পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রিত করে হেদায়েতকে উদ্ধার করে। এবং উভয় পক্ষ কে স্ব স্ব কাগজ পত্র নিয়ে হাজির হওয়ার জন্য বলে। সৃষ্ট ঘটনায় মজিদ গংরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে। ওসি মোঃ ওবায়দুর রহমান জানান, ঘটনা শুনেছি তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।