দীনেশ চন্দ্র রায়, খুলনা জেলা প্রতিনিধি :
বিশ্ব শান্তি ও সর্বজীবের মঙ্গল কামনায় ২৪ প্রহর ব্যাপি ১১১ তম পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন তারকব্রহ্ম মহানামযজ্ঞ শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হয়ে শনিবার ভোর রাতে শেষ হবে বলে জানিয়েছেন নামযজ্ঞ অনুষ্ঠানের সভাপতি সমিরণ কুমার সাধু। মটবাটি শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে কেন্দ্রীয় নামযজ্ঞ অনুষ্ঠানের সাধারণ সম্পাদক সন্তোষ সরকার জানান, এ নামযজ্ঞ অনুষ্ঠানে যারা নামামৃত পরিবেশন করবেন, কুষ্টিয়া জেলার শ্রী শ্রী কৃষ্ণ কীর্তন সম্প্রদায়, গোপালগজ্ঞ জেলার প্রভূজী সম্প্রদায়, ও প্রভু প্রিয়া সম্প্রদায়, নেত্রকোনা জেলার জয় বিমল কৃষ্ণ সম্প্রদান, নরসিংদী জেলার পার্থ সারথী সম্প্রদায়, ফরিদপুর জেলার শ্রীশ্রী কৃষ্ণ বাসুদেব সম্প্রদায়।