দীনেশ চন্দ্র রায়, খুলনা জেলা প্রতিনিধি :
পাইকগাছা উপজেলাধীন ৭ নং গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামে শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাস্রমের ২৪ প্রহর ব্যাপী ১১১ তম কেন্দ্রীয় নামযজ্ঞ অনুষ্ঠানে ২য় দিনে সচিব মহাদয় বাবু তপন কুমার ঘোষ ও পাইকগাছা কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়ল চুক নগর নন্দী ট্রর্ডাসের সত্ত্বাধীকারী বাবু কৃষ্ণ নন্দী পাইকগাছা উপজেলার সুযোগ্য চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু পাইকগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শেখ কামরুল হাসান টিপু পাইকগাছা উপজেল পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ৭ নং গদাইপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ জিয়াদুল ইসলাম জিয়া গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু নির্মল কুমার অধিকারী বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলার সাধারন সম্পাদক বাবু আনন্দ মোহন বিশ্বাস প্রভাষক মোঃ মইনুল ইসলাম সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেত্রী উপস্থিত ছিলেন। উক্ত মহানামযঞ্জ অনুষ্ঠান আগামীতে আরও সুন্দর করে অনুষ্ঠান পরিচালনা করা যায় সেই মতামত ব্যক্ত করেন। বাবু কৃষ্ণ নন্দী ও এম পি মহোদয় আনন্দ বাজারে যে সকল কর্মি বৃন্দ অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকে মিষ্টি খাওয়ার জন্য কিছু অনুদান দেন। ১ম দিন আনন্দ বাজারে নরনারায়ণ সেবায় ডাঃ তপন কুমার রায় ও ২য় দিন মহানামযঞ্জের সভাপতি বাবু সমিরন কুমার সাধু সমস্ত অর্ঘ্য প্রদান করেন। আজ শনিবার মহানামযঞ্জের ৩য় দিন এই দিনে আনন্দ বাজারের নরনারায়ণ সেবায় মঠবাটী ঘোষাল চেচঁয়া গ্রামের মা সারদা সেবা সংঘের সকল সদস্য বৃন্দ সকল অর্ঘ্য প্রদান