1. admin@jashorerdarpan.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার কার্যকারী কমিটির কমিটির অনুমোদন যশোর জেলা যুব দল নেতা নাসিম রেজা’কে দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক করায় যুবদলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা বগুড়া আদমদিঘীতে ভবনের কাজ শেষ হয়নি ৫ বছরেওবিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান ট্রেনে কাটা  পড়ে অজ্ঞাতনামা এক তরুণের মৃত্যু বগুড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে তাল গাছের চারা রোপণ বগুড়া  সদর থানায় অগ্নিসংযোগ ঘটনার মামলায় তিন জন গ্রেপ্তার  কেশবপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সুধীজনের মতবিনিময় যশোরের কুয়াদায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের ২০২৪ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা খলিশাখালির মৎস্যঘের জবর দখল ও লুঠপাটের হুমকিতে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পাইকগাছা তরমুজ ক্ষেতে সেচ দেওয়া নিয়ে মারপিটের ঘটনায় আহত-৩

দৈনিক যশোরের দর্পণ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৪০ বার পঠিত

দীনেশ চন্দ্র রায় খুলনা জেলা প্রতিনিধি,

তরমুজ ক্ষেতে পানি সেচ দেয়া নিয়ে মারপিটের ঘটনায় ৩ আহত হয়েছে। আহত কৃষ্ণপদ ঘরামী(৫৮) তন্ময় ঘরামী(২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও প্রতিপক্ষ পিতা তেজেন ঘরামী (৬০) ও ছেলে বিদ্যুৎ ঘরামী ( ৩০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ২৭ মার্চ দুপুরে উপজেলার গড়ইখালী ইউপি’র দক্ষিণ কুমখালীতে এ মারপিটের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে,চলতি রবি মৌসুমে দঃ কুমখালীর বাসিন্দা জেতেন ঘরামী হারি টাকার বিনিময়ে স্থানীয় গৌতম ঘরামীর আড়াই বিঘা জমিতে তরমুজ চাষ করেন। এ ক্ষেতের মধ্যে ছোট্ট একটি পুকুর রয়েছে। পুকুরটির বিল মাছা হিসেবে পৌস মাসে একই বাড়ীর কৃষ্ণপদ ঘরামীর পরিবার ক্রয় করে নেয়। জানাগেছে, চারিপাশে পানি থাকায় স্যালো ম্যাশিন পুকুরের সম্পন্ন পানি উত্তোলন করা সম্ভব হয়নি বলে সব মাছ ধরা যায়নি। কিন্তু এরই মধ্যে গৌতম ঘরামীর পুকুর বেশিষ্ঠ আড়াই বিঘা জমি হারির টাকার চুক্তিতে লীজ নিয়ে তেজেন এ পুকুটির দাবি করেন। অন্যদিকে কৃষ্ণপদ ঘরামীর পরিবার পুকুরের সব মাছ ধরতে না পারায় তারা পুকুরটি নিয়ন্ত্রন দাবি করেন। এ সম্পর্কে কৃষ্ণপদ ঘরামীর ছেলে জয় জানান,আমরা পুকুর মালিক গৌতমের কথা মত তরমুজ ক্ষেতে জল সেচ দেওয়ার জন্য পুকুরে স্যালো ম্যাশিন বসালে প্রতিপক্ষ তেজেন ঘরামির পরিবার আপত্তি করে বাঁধা দেয়। পরবর্তীতে প্রতিবেশী রবীন্দ্র ও তুষার ঘরামীসহ অন্যদের হস্তক্ষেপে উভয়ের মধ্যে মিমাংসা হয় উভয়ের তরমুজ ক্ষেতে জল সেচ দেওয়া যাবে। মিমাংসা অনুযায়ী আমরা আমাদের তরমুজ ক্ষেতে সেচ দিতে পুকুরে ম্যাশিন বসাই। তিনি অভিযোগ করেন এক পর্যায়ে তেজেন ঘরামী তার ছেলে বিদ্যুৎ, সুবোলের ছেলে তন্ময় ও সুনিলের ছেলে লিটন লাঠিসোটা নিয়ে হামলা করে মারপিট করেন। দু’পক্ষের মারপিটে কৃষ্ণপদ, তন্ময়,তাপস, জয়সহ প্রতিপক্ষ তেজেন তার ছেলে বিদ্যুৎ গংরা কম বেশি আহত হয়। এ ঘটনায় তাপস ঘরামী বাদী হয়ে প্রতিপক্ষ তেজেন,বিদ্যুৎ ও লিটন গংদের বিরুদ্ধে থানায় জিডি করেছেন,যার নং-১৪৩৮। এ সম্পর্কে তেজেন ঘরামী জানান, আমি গৌতমের কাছ পুকুরসহ জমি লীজ নিয়ে তরমুজ চাষ করেছি। তিনি জানান ক্ষেতে উভয়ের জল দরকার। তাই প্রতিবেশিদের হস্তক্ষেপ মিমাংসার পর বিদ্যুৎ এ নিয়ে একটু কথা তেলেন। তিনি তদন্ত দাবি করে পাল্টা অভিযোগ করেন এর মধ্যে জয় আমার বাসার চালের লাঠি ভেঙ্গে বিদ্যুৎ এর মাথায় বাড়ি মারে। ঠেকাতে গেলে ওরা আমারও মারপিট করলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও মারপিট হয। ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, তরমুজ ক্ষেতে পানি সেচ দেয়া নিয়ে মারপিটের ঘটনায় এক পক্ষ থানায় জিডি করেছেন। তিনি আরোও বলেন বিষয়টির তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক যশোরের দর্পণ
Theme Customized BY LatestNews