দীনেশ চন্দ্র রায়, খুলনা জেলা প্রতিনিধি:
পাইকগাছা সোলাদানা ইউনিয়নে ৮ বিঘা লিজ ঘের দখলে ব্যর্থ হয়ে খুন জখমের হুমকি। ঘটনাটি গত ২ মার্চ সকাল ১০ টায় আমুর কাটা গ্রামে। এ ঘটনায় সোলাদানা ইউনিয়নের আমুর কাটা গ্রামের মৃত অনন্ত মন্ডলের ছেলে বাদী হয়ে উপজেলা নির্বাহী আদালতে ১৪৪ ধারা মামলা করে। বিজ্ঞ বিচারক দখল ভিত্তিক স্থিতাবস্থা ও আইন শৃংখলা বজায় রাখাসহ সরেজমিন তদন্ত করে প্রতিবেদনের জন্য অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানকে নির্দেশ দিয়েছেন। ঘের মালিক শ্যমল কৃষ্ণ মন্ডল জানান, আমুর কাটা মাধ্যমিক বিদ্যালয়, সোলাদানা মন্দর, এবং বাজার কমিটি ও ব্যক্তি মালিকনা ৮ বিঘা জমি ইজারা চুক্তি নিয়ে মৎস্য লীজ ঘের করে আসছি। একই ইউনিয়নের দিঘা গ্রামের অজিত সরদারের ছেলে রামপ্রসাদ মন্ডল, আমুর কাঁটা গ্রামের মৃত অধির সরদারের ছেলে ক্ষিতিশ চন্দ্র সরদার কোন কাগজ পত্র ছাড়াই চিংড়ি ঘের জবর দখলের হুমকি দিচ্ছে। এ ঘটনায় আমি গত ২ মার্চ উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট আদালতে মামলা করি। মামলায় বিজ্ঞ বিচারক সম্পত্তিতে দখল ভিত্তিক স্থিতাবস্থা বজায় রাখার জন্য ওসিকে নির্দেশ দিয়েছে।