সেলিম মাহবুব, ব্যুরো চীফ, সিলেট :
স্বাস্থ্যমন্ত্রী ডা.সামন্ত লাল সেন বলেছেন, প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। সিলেটের বিশ্বনাথে স্বাস্থ্য বিভাগের যে সমস্যা সে গুলো অতি দ্রুত সমাধান করা হবে। তিনি বলেন আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধের ইতিহাস জানাতে হবে। তারা আমাদের মুক্তিযোদ্ধের ইতিহাস হৃদয়ে ধারণ করে দেশ ও সমাজকে এগিয়ে নেয়ার কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হবে।তাদের জানাতে হবে আমাদের একজন কর্ণেল এমএজি ওসমানী ছিলেন।
বুধবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামে (মন্ত্রীর দাদু) প্রয়াত হেমেন্দ্র দাশ পুরকায়স্থ (হেমবাবু)’র বাড়ীতে এক পারিবারিক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এসব কথা বলেছেন।
সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি (মন্ত্রীর মামা) তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে মন্ত্রীর মামাতো ভাই চপল দাশ পুরকায়স্থের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামন চৌধুরী, জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সুনামগঞ্জ ০৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ০১ আসনের সংসদ সদস্য রণজিৎ সরকার। এসময় মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি)অধ্যাপক ডা.এ এইচ এম এনায়েত হোসেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা.শিশির চক্রবর্ত্তী। অনুষ্ঠানে সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুজাত আলী রফিক, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম, ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্ত্তী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, আওয়ামীলীগ নেতা অতুল দেব, সেচ্চাসেবকলীগ নেতা মঞ্জুর আলম, যুবলীগ নেতা বিষু দে প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সহ আগত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।##