মো. মোরসালিন ইসলাম, দিনাজপুর :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাঁচা বাজারে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান পরিচালনা করে ৫ জন ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করে। সোমবার দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার কাঁচাবারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। ফুলবাড়ী থানা চৌকস পুলিশ সদস্য টিম উপস্থিত ছিলেন। ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, বাজার মনিটরিং কাজক্রম মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ জন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। আমাদের এই অভিযান চলমান থাকবে।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.