ডেক্স নিউজ :
০৪ এপ্রিল বৃহস্পতিবার মোঃ সুমন সরদারকে চেয়ারম্যান ও এম এ বাশারকে মহাসচিব করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সাপ্তাহিক গণবাংলার প্রতিষ্ঠতা, প্রকাশক ও সম্পাদক এবং আওয়ামীলীগ নেতা মরহুম এ্যাডভোকেট আতাউর রহমান শামিম’র স্মরণসভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির ঘোষণা দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব ড. এ কে আব্দুল মোমেন এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা আহবায়ক কমিটির সদস্য নাসিম রেজা নাসির, আশিকুর রহমান টনি, নুরুজ্জামান, রুবেল শেখ।