কল্যাণ রায় (জয়ন্ত), যশোর :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র মনিরামপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রবিবার বিকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র যশোর জেলা কার্যালয়ে ইলিয়াস হোসেন’কে সভাপতি ও তহিদুল ইসলাম’কে সাধারন সম্পাদক ঘোষণা করে ৩১ সদস্যবিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার আশিকুর রহমান টনি ও যশোর জেলা কমিটির সভাপতি নাসিম রেজা নাসির’র উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণাকালে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যশোর জেলা কমিটির সিনিয়র সহসভাপতি আমের আলী, সহ – সভাপতি আমিরুল ইসলাম, ঢাকুরিয়া কলেজ’র প্রভাষক ও দৈনিক লোকসমাজ পত্রিকার কুয়াদা সংবাদদাতা রমজান আলী, কার্যকরী সদস্য কল্যাণ রায় (জয়ন্ত), রুবেল হোসেন, জেসমিন সুলতানা, নবগঠিত কমিটির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারন সম্পাদক তহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন, শাওন হোসেনসহ নেতৃবৃন্দ। কমিটি গঠন শেষে নবগঠিত কমিটির সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সদস্যদের ফুলের মালা পরিয়ে বরন করে নেওয়া হয়। নবগঠিত কমিটির সদস্যবৃন্দ কেন্দ্রীয় কমিটির ভাইস – চেয়ারম্যান, যশোর জেলা কমিটির সভাপতি ও সম্পাদক মন্ডলীর সদস্যদের ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানান। কমিটি গঠন শেষে সকলে মিলে মিষ্টিমুখ করা হয়।