তন্ময় মিত্র বাপী, ব্যুরো প্রধান, কেশবপুর :
আজ থেকে যশোরের কেশবপুরের বালিয়াডাংগা সর্বজনীন দেবালয় ট্রাষ্টে ২৪” প্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে। এই মাঙ্গলিক অনুষ্ঠান ১৫ মার্চ শুক্রবার বিকেলে মহাপ্রভুর প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। অধিবাস কীর্ত্তনের মাধ্যমে সোমবার বিকেলে অনুষ্ঠানে সুচনা করবেন তালা উপজেলার মাধব গাঙ্গুলির বানেশ্বর সম্প্রদায়। এরপর রাতে ভাগবত আলোচনা করবেন সাতক্ষীরার বুধহাটার শ্রী বিল্লমঙ্গল দেবনাথ। মহানাম পরিবেশন করবেন মাদারীপুরের বিষ্ণু মন্দির সম্প্রদায়, খুলনার নবদ্বীপ সম্প্রদায়, বাগেরহাটের আদি রামকৃষ্ণ সম্প্রদায়, যশোরের পথের পাগল সম্প্রদায় ও যুগোল কিশোর সম্প্রদায়। যজ্ঞানুষ্ঠানের সার্বিক পরিচালনায় আছেন শ্রী অপরুপ গৌর কিশোর দাস বাবাজী মহারাজ অনন্ত প্রভু। বালিয়াডাংগা সর্বজনীন দেবালয় ট্রাষ্টের সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের মান্যবর ট্রাষ্টি শ্রী শ্যামল সরকার মহোদয় যজ্ঞ ভুমিতে সকল ভক্তবৃন্দদের শুভেচ্ছা ও আসার আহবান জানিয়েছেন।