প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া, নাইক্ষ্যংছড়ি( বান্দরবান) প্রতিনিধি :
বিভিন্ন কবিতা আবৃত্তি , বক্তৃতা ও আলোচনা সভার মধ্যেদিয়ে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজে অনুষ্ঠিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। আজ ১৭ ই মার্চ কলেজের নিজস্ব মিলানায়তনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে বঙ্গবন্ধু জীবনীর উপর বক্তৃতা ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করেন কলেজ কতৃপক্ষ। পরপর বৃহত্তর আয়োজনে শুরু হয় আলোচনা সভা। এতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো জাফর আলম। সভাপতির ভাষণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাফর আলম বলেন, ‘ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় একটি প্রতিষ্ঠান। আর এমন প্রতিষ্ঠান শত বছরে হয়তো একটির দেখা মেলে। আমরা সৌভাগ্যবান যে এমন একজন নেতা পেয়েছিলাম। আজ তার কন্যা দেশকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন।আজ বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন পালন করে আমরা নিজেরাও ইতিহাসের অংশ হয়ে গেলাম।’ প্রভাষক প্রিয়তুষ শর্মা চন্দন এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক এমদাদুল্লাহ মো ওসমান। এই সময় শিক্ষকদের পক্ষে আরও উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক জেবুন্নাহার চৌধুরী, সহকারী অধ্যাপক শফিউল আলম, প্রভাষক নজরুল ইসলাম জমাদ্দার, প্রভাষক বশিরুল কবির চৌধুরী, প্রভাষক আব্দুল মান্নান, প্রভাষক মনিষা বড়ুয়া, আইসিটি প্রভাষক জাহান আরা লাখীসহ প্রমুখ ও কলেজের শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার বিতরণ করা হয়। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় আজকের বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস।