সেলিম মাহবুব,সিলেটঃ
ব্রিটেনের রাজা কিং চার্লসের বাস ভবন বাকিংহাম প্যলেসে পুরস্কারের জন্য আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশী বংশদ্ভূত স্কুল শিক্ষার্থী আলীনা সালাম। কিং চার্লসের সহধর্মিণী কুইন ক্যমিলার আমন্ত্রণে আগামী ২৮ ফেব্রুয়ারি বুধবার বাকিংহাম প্যলেসে যাচ্ছে আলীনা সালাম। সেখানে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কুইন ক্যমিলার হাত থেকে পুরষ্কার গ্রহণ করার কথা রয়েছে তার। আলীনা সালাম যুক্তরাজ্যের বার্মিংহাম সিটির জনপ্রিয় সলিসিটর ও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুস সালাম মোহাম্মদ মাসুমের দ্বিতীয় কন্যা। সে কনওয়ে স্কুলের ক্লাস সিক্সের শিক্ষার্থী। এব্যাপারে জানতে চাইলে আলীনা সালাম জানান, তার স্কুলে বিবিসির একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়ায় কুইন ক্যমিলার আমন্ত্রণে সে বাকিংহাম প্যলেসে যাওয়ার আমন্ত্রণ পেয়েছে। কুইন ক্যমিলার আমন্ত্রণ পত্র তার হাতে এসে পৌছেছে। আলীনার পিতা সলিসিটর আব্দুস সালাম মোহাম্মদ মাসুম সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদপুর এলাকার আদি বাসিন্দা। বতর্মানে তিনি যুক্তরাজ্যের বার্মিংহামে স্বপরিবারে বসবাস করছেন। মেয়ের সাফল্য সম্পর্কে জানতে চাইলে আব্দুস সালাম মোহাম্মদ মাসুম জানান, সন্তানের এই সাফল্যে তিনি গর্বিত। আমার মেয়ে কুইনের আমন্ত্রণে রাজার বাড়িতে যাচ্ছে এটি নিশ্চয়ই আমাদের সকলের জন্য গর্বের। তিনি বলেন, শুধু আমাদের পরিবারের জন্য নয় বাংলাদেশী বংশদ্ভূত সন্তান হিসেবে সে আমাদের গোটা কমিউনিটির জন্য সম্মান বয়ে এনেছে। বাকিংহাম প্যলেস আমাদের অনেকর জন্য স্বপ্নের জায়গা হলেও এই অল্প বয়সে সে তা অর্জন করতে পেরেছে। তিনি দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়া কামনা করেন।