প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৪, ৯:২০ অপরাহ্ণ
ভেড়ামারার বাহাদুরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পানচাষী কৃষকদেরকে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান
মো: লিটন উজ্জামান, বিশেষ প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পানচাষী কৃষকদের মাঝে খাদ্য সামগ্রী, বস্ত্র ও নগদ অর্থ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ১৬ ই মার্চ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা প্রশাসক মোঃ এহতেশাম রেজার সভাপতিত্ব বেলা ১১ টায় এই সাহায্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য জননেতা মাহাবুব উল হানিফ বলেন, কৃষকদের ৪% সুদ হারে ঋণ দেয়ার জন্য তিনি ব্যবস্থা করবেন। কৃষকদের ঘুরে দাঁড়ানোর জন্য যা প্রয়োজন তিনি তাই করবেন। অনুষ্ঠানে ৫০০ টি পরিবারকে ২০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, আধা কেজি লবণ, ১ কেজি ছোলা, ১ কেজি সেমাই, আধা কেজি চিনি, ১টি শাড়ি, ১টি লুঙ্গী ও নগদ ২ হাজার করে টাকা দেওয়া হয়। মাধবপুরের পানচাষী রবেদ পন্ডিত বলেন,"এলাকার অধিকাংশ পান চাষীরায় অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত। আমরা চাই সরকার যেন আমাদের বিনা সুদে ঋণের ব্যবস্থা করে দেয়।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মোহাম্মদ মুহসীন আল মুরাদ, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামীম আহামেদ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, ভেড়ামারা উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ প্রমুখ নেতৃবৃন্দ। উল্লেখ্য : ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাইটা, আড়কান্দী, মাধবপুর ও গোসাইপাড়া এলাকায় পানবরজে ভয়াবহ অগ্নীকান্ডে শতকোটি টাকার ক্ষতি সাধন হয়।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.