পানির অপর নাম জীবন।সম্প্রতি সময়ে যখন ভেড়ামারা উপজেলার বিস্তৃর্ণ এলাকার মানুষ সুপেয় পানির অভাবে মানবেতর জীবন যাপন করছে ঠিক তেমনি সময়ে তৃষ্ণার্ত মানুষের পাশে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাঙ্গন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী তানভীর আহমেদ তাপস। প্রায় দু'মাস যাবৎ ভেড়ামারা ডাকবাংলো ও বাবর আলী সুপার মার্কেটের প্রায় ৫০০ ব্যবসায়ী পানির অভাবে নিদারুণ কষ্টে আছে। বিষয়টি তানভীর আহমেদ তাপসকে জ্ঞাত করলে তিনি সানন্দে তা গ্রহণ করেন।তদপেক্ষিতে আজ বুধবার অত্র মার্কেটের ব্যবসায়ীদের সুবিধার্থে একটি সাব মার্সিবল পানির পাম্প স্হাপন করে দেন। তানভীর আহমেদ তাপস ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রয়াত সভাপতি মুজিবুল হক মাঙ্গন সাহেবের পুত্র। তার বাবা একজন সামাজিক ও মানবিক মানুষ হিসেবে এতদাঞ্চলে প্রশংসিত ছিলেন। বাবার অণুপ্রেরণায় তিনি ও সামাজিক এবং মানবিক কাজের সহিত যুক্ত।এ মহতী কাজের জন্য ভেড়ামারা ডাকবাংলো ও বাবর আলী সুপার মার্কেটের ব্যবসায়ীগণ তানভীর আহমেদ তাপস'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।একজন প্রতিভাবান সফল ব্যবসায়ী সামাজিক ও মানবিক মানুষ, তানভীর আহমেদ তাপস'র জন্য রইলো শুভকামনা।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.