প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১০:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ
মনিরামপুরের আটমাইল জামতলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আটক ২
কল্যাণ রায় (জয়ন্ত), যশোর :
যশোর মনিরামপুর মহাসড়কের কুয়াদাস্থ আটমাইল জামতলা নামক স্থানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা ও ড্রাইভারকে মারপিটের ঘটনা ঘটেছে। ২১ এপ্রিল রবিবার সকালে এ ঘটনা ঘটে। এসময় যশোর মনিরামপুর সড়কে দীর্ঘ যানজট দেখা যায়।
স্থানীয়দের ভাষ্যমতে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাস রাজগঞ্জ থেকে যশোর - মনিরামপুর সড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বেগারীতলা নাম জায়গায় যশোর - সাতক্ষীরার রুটের একটি লোকাল বাস বিশ্ববিদ্যালয়ের বাসে ধাক্কা দিয়ে গ্লাস ভেঙ্গে দিয়ে চলে আসে। বিশ্ববিদ্যালয়ের বাসটি লোকাল বাসটিকে ধাওয়া করে কুয়াদা আটমাইল জামতলায় অবস্থিত চেকপোস্টে এসে পৌছালে তাদেরকে ধরতে সক্ষম হয়। এসময় উভয়গাড়ীর ড্রাইভার ও হেলপারের মধ্যে বাগবিতন্ডা চলাকালে হাতাহাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় কুয়াদা আটমাইল জামতলা নামক স্থানে লোকাল বাস মালিক সমিতির চেকপোস্টে থাকা চেকারবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার ও হেলপারকে মারধর ও গাড়িতে থাকা শিক্ষক ও শিক্ষার্থীদের লাঞ্চিত করেন। উপায়ন্তর না দেখে বিশ্ববিদ্যালয়ের গাড়ির ড্রাইভার গাড়িটিকে রাস্তার মাঝ বরাবর আড় করে দিয়ে সড়ক অবরোধ করেন এবং মনিরামপুর থানায় ফোন করেন। খবর পেয়ে, মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, এসআই প্রসেনজিৎ, এসআই আবুল বাশার, এএসআই ফিরোজসহ সঙ্গীয় ফোর্স, চুকনগর হাইওয়ে পুলিশ এবং যশোর জেলা পরিবহন শ্রমিক সংস্থা ২২৭ এর সভাপতি প্রার্থী সেলিম রেজা মিঠুসহ আরো অনেক নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে হাজির হন এবং শিক্ষক, শিক্ষার্থী ও পুলিশের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এ ঘটনায় মনিরামপুর থানা পুলিশ ২জনকে আটক করে থানায় নিয়ে যান এবং অভিযুক্ত বাকি সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। পরে মনিরামপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সহায়তায় রাস্তায় যান-বাহন স্বাভাবিক করা হয়। স্থানীয় জনগণ অতি দ্রুত এই চেকপোস্ট বন্ধ করার আহবান জানান ।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.