নিজস্ব প্রতিবেদক :
মনিরামপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী ডাঃ সুরাইয়া আক্তার (জেইজি) ফুটবল প্রতিকের গনসংযোগ অব্যাহত রেখেছেন। ১ ই মে নেহালপুর বাজারে গণসংযোগ কালে সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত হন। এসময় ডাঃ সুরাইয়া আক্তার ডেইজি বলেন, আমি একজন ডাক্তার। আমার পেশা অসুস্থ মানুষ কে সেবা করা। আমি সেই জায়গা থেকে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার পরিকল্পনা সাধারণ মানুষ কি ভাবে ভালো রাখা যায়, কি ভাবে তারা তাদের অধিকার ফিরে পাবে, সেই চিন্তা চেতনা থেকে, আমি জণগনের মনোনীত প্রার্থী হয়েছি। আপনারা এমন একজন কে মনোনীত করুন যে আপনাদের পাশে থাকবে। যে আপনাদের বিপদে আপদে সুখ দুঃখে পাশে থাকবে। যুগের পরিবর্তন আসছে, সেই সাথে পরিবর্তন আসছে রাজনীতিতে-ও। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেনো সারাজীবন অবহেলিত অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে পারি।
নেহালপুর জনসংযোগ কালে, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম জানায়,আমরা দীর্ঘ ৫ টি বছর দেখেছি আমাদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কে।তিনি কখনো হয়তো ভাবেন নি ভোটের মাধ্যমে প্রতিনিধি হতে হবে। যদি ভাবতো তা হলে এই পাঁচটি বছর তিনি সাধারণ মানুষের খোজখবর রাখতেন। তার হাতে একটি নজরে পড়া কোনো উন্নয়ন করেছে কি না আমার জানা নায়। আমরা এবার পরিবর্তন চাই। আমাদের নেহালপুর ইউনিয়ন থেকে বিপুল ভোটে ফুটবল মার্কা জয়লাভ করবে বলে আশা রাখি।