মোহাম্মদ রাজিবুল ইসলাম, মাগুরা জেলা প্রতিনিধি :
মাগুরা মহম্মদপুরে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে জনসাধারণকে সচেতনতা করা বিষয়ক একটি র্যালী অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার বিকাল ৫টা ৩০মিনিটে উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মসজিদ কমিটির সভাপতি শিকদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি র্যালী বের হয়। র্যালীটি বিনোদপুর বাজারের প্রধান,প্রধান সড়ক ঘুরে চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিনোদপুর ইউপি চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান।ওই দিন রমজানের পবিত্রতা রক্ষা,দ্রব্য মূল্যর বাজার নিয়ন্ত্রণ রাখতে,প্রকাশ্যে ধূমপান না করা,সরকার কর্তৃক নির্ধারিত দামে মালামাল বিক্রয় করা,বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান জনগণকে সচেতন করতে আলোচনা করেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নবীরুজ্জামান,সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান খোকন,সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বিশ্বাস,মসজিদ কমিটির সদস্যবৃন্দ,বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ র্যালীতে অংশ গ্রহণ করেন।