ফরিদ হুসাইন, মাগুরা থানা প্রতিনিধি :
মাগুরা জেলার ৪ উপজেলায় (মাগুরা সদর,মহম্মদপুর,শ্রীপুর,শালিখা) আগামী ১ জুন ১ লাখ ১৯ হাজার ৫৯৩ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। মাগুরার সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির তার সম্মেলন কক্ষে আয়োজিত অবহিত করণ ও কর্মপরিকল্পনা সভায় এ কথা জানান। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন উপলক্ষে ৩০ শে মে বৃহস্পতিবার সকাল ১০ টায় এ সভার আয়োজন করা হয়। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচি সফল করতে জেলার ১টি পৌরসভাসহ ৩৬টি ইউনিয়নের মোট ৯৪০টি কেন্দ্রে ৩৯১ জন সরকারি স্বাস্থ্য কর্মী, ১ হাজার ৮৮০ জন স্বেচ্ছাসেবকসহ মোট ২ হাজার ২৭১ জন কর্মী নিয়োগ করা হয়েছে। এ ক্যাম্পেইনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উক্ত অবহিতকরন সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ড চন্দন দেবনাথ, উপ পরিচালক পরিবার পরিকল্পনা রওশনারা জামান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আফজাল হোসেন, শালিখা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইমুন নেসা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.