মোহাম্মদ রাজিবুল ইসলাম, মাগুরা জেলা প্রতিনিধি :
মাগুরা মহম্মদপুরে পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ ২-মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,,গত ২৭ এপ্রিল বিকালে থানার এস আই মোহাম্মদ অহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মন্ডলগাতি বিলের মধ্য থেকে ৯০ গ্রাম গাঁজাসহ মোঃ মনিরুজ্জামান সরদার (মার্কিন) (৩৮)কে আটক করে। সে ওই গ্রামের মৃত আবুল হাসেম সরদারের ছেলে। তার কাছ থেকে পুলিশ উক্ত গাঁজা উদ্ধার করে। অপরদিকে একই দিনে সন্ধ্যায় উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মোঃ আঃ জব্বার তালুকদার,নেতৃত্বে,এ এস আই মোঃ সাইদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মোঃ রাজিব কাজী(২৪) নামের এক মাদক কারবারি আটক করে । এবং তার নিকট থেকে-৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।সে উপজেলা চর-কুমরুল গ্রামের মোঃ গফফার কাজীর ছেলে। এ বিষয়ে মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান,আটককৃতদের বিরুদ্ধে মহম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক-২টি মামলা হয়েছে।আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।