মোহাম্মদ রাজিবুল ইসলাম, মাগুরা জেলা প্রতিনিধি :
মাগুরা মহম্মদপুর উপজেলার দীঘা ইন্তাজ মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ ইউনুছ আলী (৫৬) নামের এক প্রধান শিক্ষক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।স্থানীয়রা জানান,, বৃহস্পতিবার দুপুরে মহম্মদপুর থেকে মাগুরা যাওয়ার পথে কালুকান্দি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।মহম্মদপুর সদরের রাজবাড়ী এলাকার বাসিন্দ সে।মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান,,তিনি বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল চালানোর সময় উপজেলার কালুকান্দি মোড়ে হঠাৎ করে মাথা ঘুরে উঠলে এ দুর্ঘটনা ঘটে বলে তিনি নিশ্চিত করেছেন।