মোহাম্মদ রাজিবুল ইসলাম, মাগুরা জেলা প্রতিনিধি :
মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের আব্দুর রহমান-আলেয়া রহমান ফাউন্ডেশন বৃত্তি প্রদান ২০২৪ এবং জীবন গঠনে শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার ১২ এপ্রিল দুপুরে পুলুম কাজী সালিমা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেণী কক্ষে আব্দুর রহমান-আলেয়া রহমান ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুর রহমান-আলেয়া রহমান ফাউন্ডেশন চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,পুলুম কাজী সালিমা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক বার্তা,বাংলাদেশ বেতার মোছাঃ তানিয়া নাজনীন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), প্রথম সচিব (কাস্টমস) মোঃ গিয়াস কামাল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম মোল্যা। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন,এসোসিয়েট প্রফেসর শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ আবু বক্কার সিদ্দিকী, সিপিবি(এম) কেন্দ্রীয় কমিটি প্রচার সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দাতা প্রতিষ্ঠাতা ও সমাজসেবক মোঃ আব্দুল মান্নান মোল্লা,গঙ্গারামপুর প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান,কামাল আহম্মেদ মজুমদার স্কুল এন্ড কলেজ রুপনগর মীরপুর ঢাকা প্রভাষক হিসাব বিজ্ঞান আল মাহমুদ হাসান, সাংবাদিক জি আর এম তারিক দৈনিক ইত্তেফাক, ছাত্রী অভিভাবক তহমিনা খাতুন ও সহকারী পুলিশ সুপার, ৪৩ তম বিসিএস (সুপারিশপ্রাপ্ত) বিপ্লব কুমার নন্দী।প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর হিসাব বিজ্ঞান বিভাগ এসোসিয়েট প্রফেসর ডঃ আপেল মাহমুদ। অনুষ্ঠানে উপস্থাপন করেন, আব্দুর রহমান-আলেয়া রহমান ফাউন্ডেশন কো-চেয়ারম্যান সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, মাগুরা কৃষি ইন্সটিটিউট অধ্যক্ষ নওয়াব আলী, অক্সফোর্ড ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ মাগুরা প্রভাষক মোঃ ফারুক আহমেদসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে অতিথিবৃন্দ ৩৫ জন মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.