স্টাফ রিপোর্টার, যশোর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কর্তৃক পৃথক তিনটি অভিযানে ফেনসিডিল, তাড়ী ও ইয়াবা সহ তিনজন আসামী গ্রেফতার ১০/০৩/২০২৪ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, 'ক' সার্কেল, যশোর কর্তৃক সময় দুপুর ১২:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে যশোর জেলার চৌগাছা থানাধীন মাশিলা বাজারপাড়া গ্রাম হতে আসামী মোছাঃ নবীছন নেছা (৪৫), স্বামীঃ মোঃ খায়রুল হক, সাং- মাশিলা বাজারপাড়া, চৌগাছা, যশোর কে ২৩ (তেইশ) বোতল ফেনসিডিল সহ আটক করা হয় এবং বিকাল ৪:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন হৈবতপুর ইউ.পির নাটুয়াপাড়া উত্তরপাড়া গ্রাম হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আবু জাফর (৬৮), পিতাঃ মৃত মনিরুদ্দিন দফাদার কে ৯০ (নব্বই) লিটার তাড়ী সহ গ্রেফতার করা হয়। এই দুটি পৃথক ঘটনায় উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে চৌগাছা থানায় ও কোতয়ালী মডেল থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। একই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বেনাপোল স্থলবন্দর অফিস, যশোর কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর বিশ্বাসপাড়া গ্রাম হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী আসামী মোঃ সেলিম সরদার (৩২), পিতাঃ মৃত শহীদ সরদার কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় উপ-পরিদর্শক মোঃ আশরাফুল আলম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.