রবিউল ইসলাম, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোঁচা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মতলুব হোসেন বাবুকে সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি। গতকাল (১৩ ফেব্রুয়ারী) রাতে উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্তের পরিপন্থি উপজেলা নির্বাচনের কর্মকান্ডে জড়িত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদীদল-বিএনপি, ৮ নং ফুলকোচা ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মতলুব হোসেন বাবুকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এবিষয়ে ফুলকোঁচা ইউনিয়ন বিএনপির সভাপতি মতলুব হোসেন বাবুর বক্তব্য পাওয়া যায়নি। মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না আপনারা জানেন। আমাদের ফুলকোঁচা ইউনিয়ন বিএনপির সভাপতি উপজেলা নির্বাচনের কর্মকান্ডে জড়িত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগের কারণে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।