সেলিম মাহবুব, ব্যুরো প্রধান সিলেটঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে এক কেজি গাঁজাসহ আরজু মিয়া (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার ফুলবাড়ী চা বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আরজু মিয়া কমলগঞ্জ সদর ইউপি দক্ষিণ বালিগাঁও (বটেরতল) গ্রামের মৃত সহিদ ওরপে সাদন মিয়ার ছেলে। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ চৌধুরী, এসআই মহাদেব বাছার ও এএসআই পরিমল চন্দ্র শীলসহ থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার ফুলবাড়ী চা বাগানে অভিযান চালিয়ে এলাকার কুখ্যাত মাদক কারবারি আরজু মিয়াকে গ্রেপ্তার করেন। এ সময় ঘটনাস্থল থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক কারবারির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.