মোঃ আবুল বাসার, ( ষ্টাফ রিপোর্টার )
যশোরের অভয়নগরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম গঠন করা হয়েছে। গতকাল সোমবার সকালে অভয়নগর ব্র্যাক অফিসে ব্র্যাক মাইগ্রেশান প্রোগ্রামের অধীনে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, নারী নেত্রী,অভিবাসী পরিবারের সদস্য, ফেরত অভিবাসীর সমন্বয়ে একটি ফোরাম গঠন করা হয়। মিনারা পারভীন কে সভাপতি ও নজরুল ইসলাম মল্লিক কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সানা আব্দুল মান্নান,সাংগঠনিক সম্পাদক আজিজুল গাজী, তথ্য ও প্রচার সম্পাদক তিমির বরন সরকার, সাধারণ সদস্য সবুজ কুমার মন্ডল, মো: জাকির হোসেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন পীযুষ কান্তি চন্দ্র, রোজিনা বেগম,কাকলি বেগম,বাবুল মোড়ল, মনু মিস্ত্রি, মো. ফিরোজ গাজী প্রমুখ। ফোরামে অভিবাসনের বর্তমান চিত্র, অভিবাসনের বাধাসমূহ উত্তরণে, নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পূর্ণবাসনে করণীয় এবং নারী অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। ফোরাম সদস্যগণ নিরাপদ অভিবাসনের জন্য একত্রে কাজ করার অঙ্গীকার করেন। সভা সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশান প্রোগ্রাম এমআরএসসি যশোরের সাইকোসোশ্যাল কাউন্সেলর মো.ইউনুস আলী এবং অভয়নগরের প্রোগ্রাম অর্গানাইজর বিপুল কুমার বৈরাগী।