যশোরের অভয়নগরে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত..
মোঃ আবুল বাসার( ষ্টাফ রিপোর্টার )
যশোরের অভয়নগরে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৮ যশোর- ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল। এ সময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম, হাইওয়ে থানার (ওসি) মোহাম্মদ লিয়াকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া, সিমেন্ট ও খাদ্য শষ্য সমিতির সভাপতি গণি সরদার,সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নওয়াপাড়া পৌরসভার প্যানেল আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচাসহ বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী বৃন্দ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে নওয়াপাড়া বাজারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর তাগিদ দেন। তিনি বলেন, আগামী ঈদুল ফিতরের পরে বৃহত্তর পরিষদ নিয়ে বাজার কমিটি নতুন ভাবে গঠন করা হবে।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.