প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৪, ৬:০৯ অপরাহ্ণ
যশোরের কুয়াদায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
যশোরের মনিরামপুর উপজেলার কুয়াদায় তারিফ হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, তারিফ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ভবানীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। বুধবার দুপুরে হাফিজুর রহমানের বাড়ির পিছনের আমগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান রোকেয়া বেগম নামের এক নারী, যিনি চিৎকার দিয়ে এলাকাবাসীকে ডাকেন। পরে মনিরামপুর থানা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
মনিরামপুর থানার ওসি জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানা গেছে।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.