স্টাফ রিপোর্টার যশোর
যশোর সদর উপজেলার ১১নং রামনগর ইউনিয়নের কুয়াদাস্থ বাজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিবুল আলম মিলন’র বিরুদ্ধে জান্নাতুল ফেরদৌস (৭) নামে এক শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা গত ১১/০৩/২০২৪ ইং তারিখে উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়,গত ০৯/০৩/২০২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো তার শিশু কন্যা জান্নাতুল ফেরদৌস বিদ্যালয়ে যায়। বিদ্যালয় চলাকালীন সময়ে সহকারী শিক্ষক মহিবুল আলম মিলন উক্ত শিক্ষার্থীকে বেড়ধক মারধর করেন। শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার পরিবার তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনার পর থেকে ওই শিক্ষার্থী আর বিদ্যালয়ে যেতে চাচ্ছে না বলে শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়। ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।