তন্ময় মিত্র বাপী, ব্যুরো প্রধান, কেশবপুর :
যশোরের কেশবপুরে চাচাতো মামার বিয়েতে এসে পুকুরের পানিতে ডুবে সাকিল হোসেন ও মালিহা খাতুন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (১৫ আগস্ট) দুপুরে উপজেলার হাসানপুর গ্রামে। নিহতরা হলেন সাতক্ষীরা সদর থানার সোহাগ হোসেনের ছেলে সাকিল হোসেন (৮) ও কেশবপুর উপজেলার বরণডালী গ্রামের মামুন খানের মেয়ে মালিহা খাতুন (৭)। নিহতরা সম্পর্কে আপন খালাতো ভাইবোন। ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।