যশোর অফিস :
যশোরের মনিরামপুরে আওয়ামীলীগ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও র্যালি’র মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠান শুরু করা হয়। র্যালি শেষে সকলে বঙ্গবন্ধু মোর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন।
মনিরামপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ’র সহ – সভাপতি আবুল হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরামপুর ৫ আসনের মাননীয় এমপি আলহাজ্ব ইয়াকুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, উপজেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি’র কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন।