যশোর অফিস :
যশোরের মনিরামপুরে আওয়ামীলীগ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও র্যালি’র মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠান শুরু করা হয়। র্যালি শেষে সকলে বঙ্গবন্ধু মোর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন।
মনিরামপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ’র সহ - সভাপতি আবুল হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরামপুর ৫ আসনের মাননীয় এমপি আলহাজ্ব ইয়াকুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, উপজেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি’র কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.