শেখ হাসানুল হক রুবেল, যশোর জেলা প্রতিনিধি :
যশোরে তীব্র তাপদাহে এসএসসি ২০০২ ব্যাচের উদ্যোগে বিশুদ্ধ ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকাল ১১টা থেকে দুপুর আনুমানিক ২ ঘটিকা পর্যন্ত এম এম আলী রোড, পাইপ পট্টি মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম চালানো হয়। পথচারীরা জানান এ তীব্র গরমে এসএসসি ২০০২ ব্যাচের উদ্যোগটি খুবই ভালো লেগেছে। এমন উদ্যোগ নিয়ে সবারই এগিয়ে আসা উচিৎ। তারা যে সাধারণ মানুষের কথা ভাবে এই কার্যক্রম পরিচালনা করছেন সত্যিই প্রসংশীয়। এসএসসি ২০০২ ব্যাচের জুয়েল খান বলেন তীব্র গরমে সড়কে চলাচলকারী মানুষদের পানিশূন্যতার বিষয়টি মাথায় রেখে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গরমে সড়কে সাধারণ মানুষ, রিকশা চালক, অটোরিকশা চালক এবং পথচারীদের খাবার স্যালাইন, শরবত এবং ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা চাই প্রচন্ড গরমে যখন সাধারণ মানুষ অতিষ্ঠ, তখন যদি বিভিন্ন সংগঠনগুলো আমাদের মতন প্রত্যেকটা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জনস্বার্থে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে তাহলে সাধারণ পথচারীর অনেক উপকৃত হবেন।