যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে, ত্রুটিপূর্ণ অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে ক্লিনিকটিতে এ অভিযান পরিচালিত হয়। ছাত্র সমন্বয়ক, রোগীর আত্মীয়-স্বজন ও সাংবাদিকদের উপস্থিতিতে সিভিল সার্জন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ক্লিনিকের ত্রুটিপূর্ণ অবস্থা পরিদর্শন করেন। সিভিল সার্জনের সাথে অভিযানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের ডা. মো. রেহেনেওয়াজ, কে এম সফিউর রহমান ও ইসরাইল হোসেন।
পরিদর্শন শেষে, ক্লিনিকের অপারেশন থিয়েটারে অপরিষ্কার ও ত্রুটির কারণে তা বন্ধ ঘোষণা করা হয়, এবং ক্লিনিকের কার্যক্রমে আরও সংশোধনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.