কল্যাণ রায় (জয়ন্ত), যশোর :
যশোরের পুলেরহাট স্কাউট ভবনে বঙ্গবন্ধু সৈনিকলীগ যশোর জেলা শাখার ১ম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে শুক্রবার সকালে স্কাউট ভবন, যশোর’র হলরুমে যশোর জেলা শাখার আহবায়ক মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন উর রশীদ, সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি এ্যাড. শওকত আলম, সহ-সভাপতি ইঞ্জিঃ তালুকদার সরোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, চাঁচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামিম রেজা। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ, সাধারন সম্পাদক আব্দার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোল্যা বকুল হোসেন, আইন বিষয়ক সম্পাদক ইদ্রিস আলম, উপদপ্তর সম্পাদক সজিব হাচান, শার্শা উপজেলা কমিটির সভাপতি আমিন হোসেন, মনিরামপুর উপজেলা কমিটির সভাপতি মাহমুদুল হাচানসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ। উক্ত সম্মেলনে মতিউর রহমানকে সভাপতি, মোল্ল্যা জাহিদ হোসেন’কে সাধারন সম্পাদক ও সানোয়ার হোসেন বকুলকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ঠ যশোর জেলা কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, দপ্তর সম্পাদক লতিফুল কবির মিলন ও আরবপুর ইউনিয়ন কমিটির সভাপতি নূর ইসলাম নূর।